Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeভারতভ্যাপসা গরমে নাভিশ্বাস কলকাতাবাসীর

ভ্যাপসা গরমে নাভিশ্বাস কলকাতাবাসীর

ভ্যাপসা গরমে নাভিশ্বাস কলকাতাবাসীর

টানা ৪ দিনের বৃষ্টিতে যখন নাকাল ঢাকাবাসী তখন ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। কাগজে-কলমে বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই কলকাতায়। অন্যদিকে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে কলকাতায়।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টিও চলবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। রোববার আংশিক মেঘলা থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াতে পারে অস্বস্তি। রোববার তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এর কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এর কাছাকাছি থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদীয়া।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে আগামী পাঁচদিন। উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদয়ারে-ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়, সিকিমের বেশ কিছু এলাকায় ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment