মন মুসাফির
রীনা ঘোষ
মন মুসাফির মাখছে স্মৃতির জোৎস্নাগুঁড়ো
আবির রাঙা আলসেমির এক সন্ধ্যে তখন,
চৌকাঠে তার হোঁচট খেয়ে থমকেছে পা
আবেগ কালি দেয়াল লিখন লিখছে যখন।
পশলা দুয়েক বৃষ্টি তখন ভীষণ চাওয়া
যাক ধুয়ে যাক অন্তপুরের বিষন্নতা,
একের পর এক শব্দ সাজাই গল্প লিখি
মন কি বোঝে? ব্যস্ত শহর যান্ত্রিকতা!
সেই গল্পের শ্রাবণ যেন তোরই মতো
খামখেয়ালি, যখন তখন বৃষ্টি নামে,
তুমুল ঝেপে ছুঁয়ে দিলেই বদলায় সব
বৃষ্টিও কি তোরই মতো ম্যাজিক জানে?