মহাকাশে মার্কিন স্যাটেলাইটের পিছু নিয়েছে রাশিয়ান স্যাটেলাইট
পৃথিবীর কক্ষপথে একটি আমেরিকান গুপ্তচর স্যাটেলাইটের পিছু নিয়েছে একটি রাশিয়ান উপগ্রহ।
দ্য ভার্জ- এর এক প্রতিবেদন বলছে, জানা গেছে রাশিয়ান এই স্যাটেলাইটের কাজই হচ্ছে মহাকাশের অন্যসব ডিভাইসের খোঁজখবর করা। আর তাই স্পেস ট্র্যাকাররা মনে করছেন রাশিয়ান ডিভাইসটির হয়ত কোনও দুষ্টচিন্তা আছে।
রাশিয়ান এই ডিভাইসটির নাম কসমস ২৫৪২, গত বছরের নভেম্বরে মহাকাশে পাঠানো হয় একে। পুরো জানুয়ারি মাস জুড়ে মহাকাশে এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন স্যাটেলাইট স্পটাররা।
দেখা গেল, মার্কিন গুপ্তচর স্যাটেলাইট ইউএসএ২৪৫ কে অনুসরণ করছে রাশিয়ার কসমস।
মার্কিন এই স্যাটেলাইটটি মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। মহাকাশে গুপ্তচর উপগ্রহগুলোর বিশাল নেটওয়ার্কের সঙ্গে মিলে নজরদারি করে বেড়ায়।
তবে এটা নিয়ে এত আতঙ্কিত হবার কিছু নেই। কেননা এ দুই স্যাটেলাইট প্রতি ১০ দিনেই একটি আরেকটির পাশ দিয়ে যায়।
পারড্যু বিশ্ববিদ্যালয়ের উপগ্রহ এবং জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ মাইকেল থম্পসন ভার্জকে জানান, এটি সন্দেহজনক, তবে প্রমাণ করার কোনও উপায় নেই। কেননা ওই কক্ষপথে আরও উপগ্রহ আছে।
তবে বিষয়টি আমেরিকানদের জন্য উদ্বেগজনক, কারণ কসমোস ২৫৪২ উড্ডয়নের পর নিজেকে মার্কিন স্যাটেলাইটের খুব কাছে নিয়ে যায় সে, তারপর সেখানেই অবস্থান নেয়।
এখন উপগ্রহ দুটির মাঝখানে বড়জোর ১৫০ থেকে ৩০০ কিলোমিটারের তফাৎ।
যদিও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে রাশিয়ান স্যাটেলাইট, তবু মার্কিন ইউএসএ২৪৫ এর দৃষ্টিসীমার বাইরে যেতে সপ্তাহখানেকের মতো সময় লাগবে তার।