Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকমহানবীকে আবার অবমাননা, তেলাঙ্গানার বিজেপি বিধায়ক আটক

মহানবীকে আবার অবমাননা, তেলাঙ্গানার বিজেপি বিধায়ক আটক

মহানবীকে আবার অবমাননা, তেলাঙ্গানার বিজেপি বিধায়ক আটক

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করার কারণে ভারতের তেলাঙ্গানা রাজ্যের বিজেপি দলীয় বিধায়ক টি. রাজা সিং’কে আজ মঙ্গলবার আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ধর্মের নাম ব্যবহার করে শত্রুতা প্রচারের সন্দেহে তাকে আটক করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার দেখানোরও কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মহানবী (স.) কে নিয়ে অবমাননা করার প্রতিবাদে ওই বিধায়ককে গ্রেপ্তার দাবি করে বিক্ষোভ করে মুসলিমদের বিভিন্ন গ্রুপ। এরপরই তাকে আটক করা হয়।

এর মাত্র কয়েক মাস আগে মহানবী (স.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লি শাখার অন্যতম নেতা নবীন জিন্দাল। তাতে মুসলিম বিশ্বে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ তীব্র হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের কিছু দেশে ভারতীয় পণ্য বর্জন করা হয়। এ ঘটনায় ওই দুই নেতাকে বহিষ্কার করে বিজেপি। এরপরই দক্ষিণাঞ্চলের রাজ্য তেলাঙ্গানার ওই বিধায়ক টি. রাজা সিং একই রকম মন্তব্য করে ভিডিও পোস্ট করেন।

এর ফলে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশের পর সোমবার সন্ধ্যায় টি. রাজার বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েক শত মুসলিম।
এ অবস্থায় হায়দরাবাদ শহর পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জোয়েল ডেভিস বলেছেন, ধর্মের নামে শত্রুতা প্রচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই বিধায়ককে। তার ভাষায়- আমরা তাকে আটক করেছি এবং তাকে গ্রেপ্তার দেখাবো। তিনি সম্প্রতি যে ভিডিও পোস্ট করেছেন তার প্রেক্ষিতে এসব ঘটছে।

টি. রাজা সিংয়ের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বলে জানিয়েছে রয়টার্স। তাতে মহানবী (স.) ও তার ছোট স্ত্রীর বিয়ে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন টি. রাজা। এ বিষয়ে টি. রাজার মন্তব্য পাওয়া যায়নি। ওদিকে টি. রাজার ওই ভিডিও পরীক্ষা করে দেখে হিন্দুত্ববাদী বিজেপি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। দলটির মুখপাত্র কে. কৃষ্ণা রাও নিউজ১৮ চ্যানেলকে বলেছেন, যদি দেখা যায় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাহলে ব্যবস্থা নেয়া হবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment