মহান একুশের গানে একসঙ্গে কণ্ঠ মেলালেন ১৭ দেশের শিক্ষার্থী
মহান একুশে ফেব্রুয়ারির সেই গান, যে গানটি বাঙালির একুশের চেতনার সঙ্গে সঙ্গে রক্তেও মিশে আছে, কালজয়ী সেই গানটি এবার একই সঙ্গে গাইলেন ১৭ দেশের মানুষ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি/ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি।’
চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ে ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভাষায় ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক সঙ্গে গেয়েছেন কালজয়ী গানটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজ, মান্দরিনসহ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে সেই গান।
চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছাড়াও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পীও কন্ঠ দিয়েছেন গানটিতে। ♦