Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকমহামারি কোভিড-১৯ আক্রান্তের প্রকৃত সংখ্যা ২ কোটি ৬০ লাখ!

মহামারি কোভিড-১৯ আক্রান্তের প্রকৃত সংখ্যা ২ কোটি ৬০ লাখ!

মহামারি কোভিড-১৯ আক্রান্তের প্রকৃত সংখ্যা ২ কোটি ৬০ লাখ!

বিশ্বে করোনাভাইরাসে ২০৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ০৮৭ জন। মারা গেছে ৯৯ হাজার ৪২৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬৬ হাজার ৬৭৩ জন।

 আজ শুক্রবার ওয়ার্ল্ড-ও-মিটার ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে।

তবে জার্মানের একদল বিজ্ঞানী বলেছেন ভিন্ন কথা। তাদের দাবি, করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এর থেকে বহুগুণ বেশি। তাদের ধারণা, বিশ্বের কমপক্ষে ২ থেকে ৪ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জার্মানির গটিনজেন ইউনিভার্সিটির দুই গবেষকের দাবী করছেন, এখন পর্যন্ত তারা করোনায় আক্রান্তের সে সংখ্যা পেয়েছেন সেটি মোট কোভিড-১৯ আক্রান্তের মাত্র ৬ শতাংশ। অর্থাৎ, বাকি ৯৪ শতাংশ করোনা রোগীর হিসেব আমাদের জানা নেই।

ওয়ার্ল্ড-ও-মিটার ওয়েবসাইট বলছে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৭৭ জন। তবে জার্মানির এই দুই গবেষকের দাবি, এটি দেশটির মোট আক্রান্তের মাত্র ১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, দেশটির ৯৮ দশমিক ৮ শতাংশ কোভিড-১৯ এ হিসেবের বাইরে রয়েছেন।

এই দুই গবেষকের আরও বলছেন, ‘প্রকৃতপক্ষে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষের মতো।

গবেষকরা আরও বলেছেন, ৩১ মার্চ পর্যন্ত ইটালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের যে সংখ্যা দেখানো হয়েছে, তা হলো প্রকৃত সংখ্যার যথাক্রমে ৩ দশমিক ৫, ১ দশমিক ৭ এবং ১ দশমিক ৬ শতাংশ।

অথচ, ইটালিতে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৬২৬, স্পেনে ১ লাখ ৫৭ হাজার ২২ এবং যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৫ হাজার ৬৫৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

জার্মানির এই দুই গবেষকের দাবি অনুযায়ী, প্রকৃতপক্ষে বর্তমানে মহামারি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৬ মিলিয়ন বা ২ কোটি ৬০ লাখ।

যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চমকপ্রদ তথ্য দিয়েছেন জার্মানির বিজ্ঞানী অধ্যাপক সেবাস্তিয়ান ভলমার ও ড. ক্রিশ্চিয়ান বোমার।

এই দুই বিজ্ঞানীর তথ্যমতে, জার্মানিতে এ পর্যন্ত করোনায় ১ লাখ ১৯ হাজার ৪৯৮ আক্রান্তের সংখ্যাটি আসলে প্রকৃত সংখ্যার মাত্র ১৫ দশমিক ৬ শতাংশ। 

সেবাস্তিয়ান ভলমার ও ড. ক্রিশ্চিয়ান বোমা বলছেন, করোনা আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে কোনও উপসর্গই প্রকাশ পায় না। আবার পেলেও তা খুবই সামান্য। আর এ কারণেই করোনা রোগীর প্রকৃত তথ্য পাচ্ছে না দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর দেশগুলো থেকে যে তথ্য সরবরাহ করা হচ্ছে তা তথ্যপূর্ণ নয়।

এই অবস্থায় দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে করোনা রোগী যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানী অধ্যাপক ভলমার।◉

 

ডেইলি মেইল

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment