Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 8, 2024
হেডলাইন
Homeভারতমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ

ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে পদত্যাগ করেছেন। বুধবার সুপ্রিম কোর্ট তার সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়ার পর পদত্যাগ করেন তিনি। এক অনলাইন ভাষণে মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং মহারাষ্ট্রের বিধানসভার সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন উদ্ধভ ঠাকরে। তিনি বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের বিচারকে শ্রদ্ধা করি। অবশ্যই গণতন্ত্র অনুসরণ করতে হবে’। পরে তিনি গভর্নরের বাসভবনে গিয়ে পদত্যাগ পত্র হস্তান্তর করেন।

মুখ্যমন্ত্রী ও তার টিমে আইনপ্রণেতার সদস্য কমে দাঁড়ায় ১৫ জনে। বৃহস্পতিবার গভর্নরের ডাকা ফ্লোর টেস্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমান দেওয়া আটকাতে সুপ্রিম কোর্টে যান তিনি। তবে সুপ্রিম কোর্ট জানায় ভোটের ফলাফল নিয়ে তারা ১১ জুলাই রায় দেওয়া হবে। তখন শিব সেনার বিদ্রোহী আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণার বিষয়ের সিদ্ধান্ত দেওয়া হবে।

সময় ক্ষেপণের জন্যই সুপ্রিম কোর্টে যান উদ্ধভ ঠাকরে। তার দলের মোট ৩৯ আইনপ্রণেতা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এদের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র শিব সেনা নেতা একনাথ সিন্ধে। একনাথ সিন্ধের পক্ষ দাবি করছে তাদের কাছে এখন মুখ্যমন্ত্রীর চেয়ে বড় অংশের আইনপ্রণেতার সমর্থন রয়েছে। নিজেদের মূল শিব সেনা আর বর্তমান সরকার থেকে দলটিকে সরিয়ে নেওয়ার দাবি করছেন একনাথ সিন্ধে।

গত আটদিন আগে বিদ্রোহী আইনপ্রণেতাদের নিয়ে একনাথ সিন্ধে মুম্বাই ছাড়েন। প্রথমে গুজরাটের সুরাট এবং পরে আসামের গুয়াহাটিতে অবস্থান নেন তারা। সূত্র: এনডিটিভি

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment