মহারাষ্ট্রে শিবসেনা দলে বিদ্রোহের আভাস
ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনায় বিদ্রোহের আভাস দেখছেন পর্যবেক্ষকরা। ১০-১২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে ‘বেপাত্তা’ হয়েছেন মহারাষ্ট্রের নগর উন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ধে। শিবসেনা নেতার এ পদক্ষেপে রাজ্যটির রাজনীতিতে দেখা দিয়েছেন চাঞ্চল্য।
সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটের অভিযোগ ওঠে।
এর পরপরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ধে। ওই বিধায়করা সুরাটের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর।
সূত্রের খবর, শিগগিরই হয়তো সংবাদ সম্মেলন করতে পারেন একনাথ শিন্ধে। থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। দলীয় সংগঠন শক্তিশালী করতে শিন্ধের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন শিবসৈনিকদের একাংশ।
উল্লেখ্য, বিধান পরিষদ নির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি। শিবসেনা ও এনসিপি দু’টি করে আসনে জিতেছে। এই নির্বাচনে পাঁচ প্রার্থীকে দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। অন্য দিকে, ১০টি বিধান পরিষদ আসনের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ির ছ’জন প্রার্থী লড়েছিলেন। জয়লাভের পর বিজেপির প্রবীণ দারেকর বলেন, ‘আমরা খুবই খুশি। বিজেপির ওপর আস্থা রেখেছে মহারাষ্ট্র। ১০০ শতাংশ নিশ্চিত যে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে ক্রস ভোটিং হয়েছিল। না হলে আমরা এত ভোট পেতাম না। ’
ক্রস-ভোটিংয়ের অভিযোগ ওঠার পরই দলের সব বিধায়ককে নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকের ডাক দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। প্রায় ২০ জন বিধায়ক ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।