মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়ার অপরাধে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউক্রেনের চারটি আংশিক অধিকৃত অঞ্চলকে সংযুক্ত করার নিন্দা জানিয়ে তিনি ভোট দিয়েছিলেন। মাদাগাস্কারের প্রেসিডেন্ট কার্যালয়ের দুটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার অবৈধ সংযুক্তির প্রচেষ্টার বিষয়টিকে ভোটাভুটির মাধ্যমে নিন্দা জানায়। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানায় জাতিসংঘ।
বিবিসি