মারা গেছেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক
বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার মৃত্যুসংবাদ জানান বলিউড অভিনেতা অনুপম খের।
এখন পর্যন্ত সতীশের মৃত্যুর কোনো কারণ নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে অনুপম খের তার টুইটে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এ বর্ষীয়ান অভিনেতা। জানা গেছে, আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সতীশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অনুপম খের লিখেছেন, ‘জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।’
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, বুধবার দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন সতীশ। রাতে হঠাৎ বুকে খারাপ লাগা শুরু হয় তার। সে সময় বন্ধুকে বিষয়টি জানালে সেই বন্ধু সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সতীশ।
কৌতুকাভিনেতা হিসেবে কাজ করতেন সতীশ। বিভিন্ন সিনেমায় তার উপস্থিতি কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। শেষ অভিনয় করেছেন কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমারজেন্সি’তে। স্বাধীনতার সময়কার ঐতিহাসিক চরিত্র জগজীবন রামবাবুর চরিত্রে এই ছবিতেই শেষ দেখা যাবে তাকে।
সতীশের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। তার মধ্যে চোখের জল মুছে অনুপম বললেন, ‘সতীশের কষ্ট হচ্ছিল। গাড়িচালককে বলে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু যাওয়ার পথেই রাত ১টা নাগাদ হার্ট অ্যাটাক হয় ওর।’