মার্কিন ড্রোন ও রাশিয়ান বিমানের সংঘর্ষের ভিডিও প্রকাশ
কৃষ্ণ সাগরের ওপরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চালকবিহীন বিমানটি (ড্রোন) ধ্বংস হয়ে সাগরে পড়েছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়। এই সংঘর্ষের এক মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানায়, ‘রুশ পাইলটদের কাজ স্পষ্টই অনিরাপদ ও অপেশাদার ছিল। প্রথমে ড্রোনের পিঠে জ্বালানি তেল ফেলা হয়। তারপর সংঘর্ষ।
পেন্টাগনের তথ্য অনুসারে, ঘটনাটি প্রায় ৩০-৪০ মিনিট স্থায়ী ছিল। মার্কিন কর্মকর্তারা জানান, দুটি রাশিয়ান এসইউ-২৭ জেট বিমান আন্তর্জাতিক আকাশে ওড়ার সময় গুপ্তচর ড্রোনটিকে বেপরোয়াভাবে বাধা দেয়। পরক্ষণেই তাদের সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের এমকিউ-৯ ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় থাকার সময় রাশিয়ার জঙ্গি বিমান এটিকে বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে এর সাথে ধাক্কা খেয়েছে। ফলে সংঘর্ষে এমকিউ-৯ পুরোপুরি ভেঙে পড়েছে।
ওয়াশিংটনে মস্কোর রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ মার্কিন এমকিউ-৯ ড্রোন এবং রাশিয়ান এসইউ-২৭ যুদ্ধবিমানকে ঘিরে ঘটনাটিকে উস্কানি হিসেবে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিয়মিত নজরদারি ফ্লাইট পরিচালনা করে আসছে। শুধু তা-ই নয় ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে সমর্থন করেছে এই যুদ্ধে। তবে এটি সরাসরি যুদ্ধে জড়ায়নি এখনো।