Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদমার্কিন দুই সিনেটর স্বেচ্ছায় গেলেন কোয়ারেন্টাইনে

মার্কিন দুই সিনেটর স্বেচ্ছায় গেলেন কোয়ারেন্টাইনে

মার্কিন দুই সিনেটর স্বেচ্ছায় গেলেন কোয়ারেন্টাইনে

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের দুই সদস্য প্রাণঘাতী করোনাভাইরাস রোগীর সংস্পর্শে আসার পর নিজেরাই কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন।
 
রোববার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ওই রোগীর সংস্পর্শে আসেন তারা। এরপরেই টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনার রিপাবলিকান পল গোসার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দেন।
 
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। তারা সাবধানতার সঙ্গেই পদক্ষেপ নেবেন ও ভাইরাস সংক্রমণের কোনও লক্ষণও আপাতত নেই বলে জানিয়েছেন।
 
ক্রুজ বলেছেন, তিনি টেক্সাসে পুরো ১৪ দিন থাকবেন। ভাইরাস আক্রান্তের সঙ্গে তার হাত মেলানো এবং সংক্ষিপ্ত আলাপ হয়েছিল।
 
গোসার রোববার তার বিবৃতিতে বলেন, তার তিনজন স্টাফ মেম্বারসহ তিনি আক্রান্ত ব্যক্তির সঙ্গে বেশকিছু সময় ছিলেন এবং কয়েকবার হাতও মিলিয়েছেন। এখন তিনি ১৪ দিন আরিজোনায় নিজ বাড়িতে থাকবেন এবং তার অফিসও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
 
তিনি বলেন, আমাদের রোগের কোনও লক্ষণ নেই, সুস্থও আছি। তবে আমরা সাবধান এবং সুরক্ষিত থাকছি।
 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষা করা হয় নি। সোমবার হোয়াইট হাউস এমন তথ্য জানিয়েছে।
 
যদিও তার সঙ্গের অন্তত দুজন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন। ভাইরাস পজেটিভ হওয়া এক ব্যক্তির সঙ্গে একটি সম্মেলনে উপস্থিত হওয়ার পর তারা আক্রান্ত হয়েছেন।-
 
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন গ্রিসহাম এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টকে কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করা হয় নি। কারণ তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনও ব্যক্তির ঘনিষ্ঠ সাহচর্যে আসেন নি কিংবা তার শরীরে কোনও উপসর্গও দেখা যায় নি। তার চিকিৎসক তাকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখছেন।
 
মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনে নতুন করে ১৭জন মারা গেছেন বলে এএফপির খবরে বলা হয়েছে।
 
এখন পর্যন্ত শতাধিক দেশে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার খবর জানা গেছে।
 
রয়টার্স
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment