মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে গোতাবায়া
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে চলে যান। সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে চেপে মালদ্বীপ ছাড়েন তিনি।
জানাগ গেছে বর্তমানে সিঙ্গাপুরেই আছেন গোতাবায়া। তবে তিনি সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস বা দীর্ঘদিন অবস্থান করবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন সে বিষয়টি নিশ্চিত নয়।
গত সোমবার শোনা গিয়েছিল গোতাবায় আরব আমিরাতে চলে যাবেন। কোনো দেশের নেতা যখন পালিয়ে যান তখন নিরাপত্তার জন্য আরব আমিরাতকেই বেঁছে নেন তারা।
তবে গোতাবায়া এখন অবস্থান করছেন সিঙ্গাপুরে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাজাপাকসে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে।
চিকিৎসার জন্য তারা প্রায়ই সিঙ্গাপুরে যান। ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্টের অপরারেশন করিয়েছিলেন গোতাবায়া। তার অপারেশনটি করেছিল একজন তামিল শ্রীলংকান।
২০২১ সালের ডিসেম্বর মাসে চার সপ্তাহের জন্য সংসদ স্থগিত করে দিয়ে ফের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস