মায়ানমার বিক্ষোভ: পুলিশের হাত ফসকে পালালো ২০০ আন্দোলনকারী
মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে নতুন কৌশল প্রয়োগ করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) রাতে ইয়াঙ্গুনের সাঞ্চুয়াং জেলায় বিক্ষোভ চলাকালীন একটি চৌরাস্তার সবদিকে ব্যারিকেড দিয়ে আন্দোলনরতদের ধরপাকড়ের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ সময় প্রায় ২০০ বিক্ষভকারী সেখানে উপস্থিত ছিল। তবে পুলিশ ধরপাকড় শুরু আগেই বিভিন্ন পথে পালিয়ে যায় তাদের অধিকাংশ।
যদিও স্থানীয়দের বরাতে বিবিসি জানায়, এ ঘটনার পর রাতভর ধরপাকড় চালিয়ে সাঞ্চুয়াং থেকে অন্তত ৪০ জনকে আটক করা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই দেশজুড়ে বিক্ষোভ জোরদার হয়েছে। নেপিদো, ইয়াঙ্গুনসহ বিভিন্ন বড় শহরে চলছে সেনাশাসনের অবসানের দাবিতে আন্দোলন।
০১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে আন্দোলন আর পুলিশি তাণ্ডব নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আন্দোলনে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির অন্তত ৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।❐