মিশিগান ওয়েনকাউন্টি কমিউনিটি কলেজে ‘বাংলা মেলা’
প্রাণবন্ত আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজে অনুষ্ঠিত হলো ‘বাংলা মেলা’। কলেজটিতে অধ্যায়নরত বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা এ মেলার আয়োজন করেন। মেলায় বাঙালি সংস্কৃতি চর্চায় মুখর হয়ে ওঠে কলেজের মেলা প্রাঙ্গণ।
শনিবার (৪ নভেম্বর) ডেট্টয়িট ক্যাম্পাসের একটি মিলনায়তনে দিনব্যাপী এ মেলার আয়োজন করেন ওয়েন কাউন্টি কলেজে অধ্যায়নরত বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা।
দেশাত্মবোধক গান, নাচ, পোশাক এবং পিঠাপুলিসহ দেশীয় জনপ্রিয় খাবারের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতিকে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। এ ছাড়া, অভিভাবকদের অভিবাসী জীবনের নানা সংগ্রামের গল্পও তুলে ধরেন শিক্ষার্থীরা। এ মেলায় অংশ নিয়ে বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের প্রশংসা করেন অন্যান্য দেশের শিক্ষার্থীরা।
শিক্ষক ড. ফিডেলিস তেরেসা ডি চুনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়েকজন শিক্ষক। বাংলা সংস্কৃতিকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা গত দুই বছর ধরে এ বাংলা মেলার আয়োজন করে আসছেন। এমনটাই জানিয়েছেন কলেজের ট্রাস্টি মো. কামাল রহমান এবং কলেজের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের কৌচার ফাতেমা খানম।
মেলায় বাংলা নববর্ষের ঐতিহ্যসহ নাচের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন কালিবাড়ি নৃত্যাঙ্গ দলের সদস্যরা। এছাড়া, মেলায় শাড়ি ও পাঞ্জাবি পরে বাঙালি পোশাকের ঐতিহ্য তুলে ধরা হয়। বড় পর্দায় বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় এবারের বাংলা মেলা।