মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্কের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট্স পালকি পার্টি হলে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক এক সভার আয়োজন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্ততে জানানো হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকিত আব্দুল চৌধুরী। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম। সভায় প্রধান অতিথী ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব নাজমুল হাসান ও বিশেষ অতিথী ছিলেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার জনাব নূর-ই-এলাহি ও ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা সামসুল হক। জনাব নূর-ই-এলাহি তার বক্তব্যে জাতির জনকের নেতৃত্বে জাতিকে স্বাধীনতার জন্য তৈরী করার ইতিহাস বিস্তারিত তুলে ধরেন। এটর্নি মঈন চৌধুরী তার ভাষনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি তার সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন ও এই অনুষ্ঠানের পুরো স্পনসরশিপ প্রদান করেন। প্রধান অতিথি তার ভাষণে কন্স্যুলেট মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তার অফিসকে নির্দেশ দেন ও সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাখ্যা প্রদান করেন।
সভার এ পর্যায়ে উপস্থিত বীর-মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু মো. সাব্বির রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা নুরল আমীন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আজহার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজীজ, বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরী (রানা), বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী খান, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মঈন উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা জামান আক্তার, যুদ্ধাকালীন নিজ নিজ পরিচয় ব্যক্ত করেন। সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকিত আব্দুল চৌধুরী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতির জনকের কন্যার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করে সোনার বাংলা গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।