মেক্সিকো এবং আয়ারল্যান্ডেও মাঙ্কিপক্স
মেক্সিকো এবং আয়ারল্যান্ডেও মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনিবার দেশ দুটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মেক্সিকো সিটিতে মাঙ্কিপক্স আক্রান্ত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গ্যাটেল এক টুইটার পোস্টে বলেন, আক্রান্ত ব্যক্তি নিউইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দা। সম্ভবত তিনি নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন।
লোপেজ আরও বলেন, ‘সৌভাগ্যজনকভাবে তার অবস্থা স্থিতিশীল এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের আশা, কোনো জটিলতা ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠবেন’।
আয়ারল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষও শনিবার এক বিবৃতিতে দেশটিতে মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়া আরও একজনকেও আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার পরীক্ষার ফল এখনো হাতে পাওয়া যায়নি।
এখন পর্যন্ত ২৩টি দেশে প্রায় আড়াইশ জন মাঙ্কিপক্স রোগী সনাক্ত হয়েছে।
১৯৭০ সালে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছিল। প্রায় ১২টি আফ্রিকান দেশে একে মহামারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
মাঙ্কিপক্স মোকাবিলায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়নি, তবে গুটিবসন্ত রোধে যে টিকা ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো মাঙ্কিপক্স প্রতিরোধে প্রায় ৮৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।