যারা ৬৫তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা হলেন
ভারতের সম্মানজনক পুরষ্কারগুলোর অন্যতম বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। এ বছর ১৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটির সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস।
অনুষ্ঠানে বলিউডের সব বিখ্যাত তারকারা এক হয়েছিলেন। ছিলেন ভিকি কৌশাল, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে বিদ্যা বালানসহ আরও অনেকে।
সেরা হিন্দি সিনেমার নমিনেশন জোয়া আখতারের পরিচালনায় ‘গলি বয়’, সেরা পুরুষ অভিনয় শিল্পী নমিনেশনে পান রণবীর সিং, সেরা নারী অভিনয় শিল্পী আলিয়া ভাট।
‘আর্টিকেল ১৫’-চলচ্চিত্রের জন্যে ছয়টি নমিনেশন পান আয়ুষ্মান খুরানা।
‘মিশন মঙ্গল’-এর জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন অক্ষয় কুমার ও বিদ্যা বালানের।
নমিনেশনের তালিকায় ছিলো ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক।’ পুরষ্কার বিতরণের পর সঙ্গীত নৃত্য পরিবেশন করেন মাতান ভিকি কৌশাল, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খুরানাসহ আরও অনেকেই।
এ বছর যারা সেরা হলেন:
সেরা নারী অভিনয় শিল্পী (ক্রিটিকস): ভূমি পড়নকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)।
সেরা পুরুষ অভিনয় শিল্পী: (ক্রিটিকস): আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল
সেরা ছবি : (ক্রিটিকস): আর্টিক্যাল ১৫ এবং সুন চিড়িয়া।
সেরা পুরুষ অভিনয় শিল্পী: রণবীর সিং (গলি বয়)
সেরা নারী অভিনয় শিল্পী: আলিয়া ভাট (গলি বয়)।
সেরা পরিচালক: জোয়া আখতার (গলি বয়)।
সেরা অরিজিনাল গল্প : অনুভব সিনহা এবং গৌরব।
সেরা সংলাপ: বিজয় মৌর্য (গলি বয়)।
সেরা চলচ্চিত্র: গালি বয়।
সেরা প্লেব্যাক পুরুষ কণ্ঠশিল্পী: অরিজিৎ সিং (কলঙ্ক)।
সেরা প্লেব্যাক নারী কণ্ঠশিল্পী: শিল্পা রাও (ওয়ার)।