যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হবেন স্টারমার
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি। দলটির প্রধান নেতা কেয়ার স্টারমার হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৪ বছর পর কনজারভেটিভ সরকারের অবসান ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) ভোট গণনার ফলাফল প্রকাশিত হয়েছে। যাতে নির্বাচনসংক্রান্ত পূর্বাভাস সঠিক বলে প্রমাণিত হয়েছে।
৬৫০ আসনের মধ্যে এখন পর্যন্ত ৪৬৭টির ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩২৬ আসনে জয় লাভ করেছে। এদিকে সুনাকের কনজারভেটিভ পার্টি মাত্র ৭১টি আসন পেয়েছে।
বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের এক্সিট পোল কয়েক ঘণ্টা আগে নির্বাচনে কোন দল কতটি আসন পাবে তার পূর্বাভাস দিয়েছিল। তাতে বলা হয়েছিল, লেবার পার্টি ৪১০টি আসনে নিরঙ্কুশ জয় পাবে ও কনজারভেটিভরা এবারের নির্বাচনে মাত্র ১৪৪টি আসন পাবে। ভোট গণনা এখনও শেষ হয়নি। কিন্তু তাদের লেবার পার্টির নিরঙ্কুশ জয়লাভের পূর্বাভাসটি সত্য বলে প্রমাণিত হয়েছে।
এদিকে ফলাফল আসার আগেই স্যার কেয়ার স্টারমারকে ফোন করে নির্বাচনে তার জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন ঋষি সুনাক। তার পরাজয় মেনে নিয়ে রিচমন্ড ও নর্দার্ন অ্যালার্টনে সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি দুঃখিত। পরাজয়ের দায় আমার।’
সূত্র : বিবিসি, সিনহুয়া