Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 18, 2024
হেডলাইন
Homeপ্রবাসযুক্তরাজ্যে যুবদলের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

যুক্তরাজ্যে যুবদলের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

যুক্তরাজ্যে যুবদলের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দু পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কজন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে।
 
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর হোয়াইট চ্যাপেলের আল হামারা রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি দেওয়ান বাছিতের নেতৃত্বে সংগঠনটির একটি অংশ মতবিনিময় সভা করছিল। এ সময় তারা যুক্তরাজ্য যুবদলের দেওয়া লন্ডন মহানগর যুবদলের কমিটিকে প্রত্যাখান করে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।
 
কিছুক্ষণ পর রাত ১০টার দিকে সংগঠনটির অন্যপক্ষের বেশ কিছু যুবক গিয়ে রেস্টুরেন্টে বাইরে অতর্কিত হামলা চালায় ও বেপরোয়া ভাঙচুর করে।

উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন বাঙালি পাড়ার ব্যবসায়ীসহ পথচারীরা। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি গাড়ি দ্রুত চলে আসলে উভয়পক্ষের নেতাকর্মীরা সেখান থেকে সটকে পড়েন।
 
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে লন্ডন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল খায়েরও রয়েছেন। সংঘর্ষে তার মাথা ফেটে গেছে। তাকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
যুক্তরাজ্য যুবদল সূত্রে জানা যায়, কমিটি গঠন এবং বেশ কয়েকটি শাখা কমিটি নিয়ে যুক্তরাজ্য যুবদলের ভেতরে গ্রুপিং চলে আসলেও এতদিন তা প্রকাশ্যে ছিল না। লন্ডন মহানগর কমিটি গঠনের পর থেকে গ্রুপিং আরও বাড়তে থাকে।
 
তবে যুবদলের কেউ কেউ বলছেন, যুবদলের আড়ালে ভাড়াটিয়ারাই এই হামলা চালিয়েছে। এ অবস্থায় যুক্তরাজ্য বিএনপি দ্রুত হস্তক্ষেপ না করলে যুবদলের এই ধরনের আরও সংঘর্ষের ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছেন। ♦

সংঘর্ষের ভিডিও

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment