যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি জোরদার করার ঘোষণায় হুঁশিয়ারি দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ৪৮ মিনিটের দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও আলজাজিরা।
উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ৪৭ কিলোমিটার উচ্চতা দিয়ে ২৪০ কিলোমিটার দূরে গিয়ে বিস্ফোরিত হয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার এই বিষয়টি নিশ্চিতভাবেই পূর্বনির্ধারিত।
ক্ষেপণাস্ত্র ছোড়ার দুই ঘণ্টা আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক ত্রিপক্ষীয় সম্মেলনের সমালোচনা করেন। তিনি বলেন, সফল হওয়ার আশায় ওয়াশিংটন যে ঝুঁকি নিচ্ছে, তার জন্য তাদের ‘পস্তাতে’ হবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ত্রিপক্ষীয় সম্মেলনের লক্ষ্যই হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করা।