যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে। তবে এরইমধ্যে যেসব আসনের ফলাফল সামনে এসেছে তাতে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের বিজয়ীদের মধ্যেই নতুন রেকর্ড গড়তে দেখা গেছে। নিজেদের জয়ের পাশাপাশি তারা তাদের বর্ণ, লিঙ্গ এবং যৌন অভিমুখিতার পরিচয়কেও উৎযাপন করছেন। সিএনএন এক রিপোর্টে এমন কয়েকজন বিজয়ীর তালিকা দেয়া হয়েছে যারা এ নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন।
তালিকার প্রথমেই আছেন আলাবামায় জয় পাওয়া রিপাবলিকান সিনেটর ক্যাটি ব্রিট। তিনি হতে যাচ্ছেন এই রাজ্যের ইতিহাসের প্রথম নারী সিনেটর। এর আগে তিনি আলাবামার বিজনেস কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলাবামা বরাবরই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। তাই তার জয় প্রত্যাশিতই ছিল।
এদিকে আরকানসাস রাজ্যেও প্রথম নারী গভর্নর হিসেবে জয় পেয়েছেন সারাহ হুকাবি স্যান্ডার্স। তিনি রিপাবলিকান দলের প্রার্থী। এর আগে তার বাবা এক দশকেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে যুক্তরাষ্ট্রজুড়ে পরিচিত স্যান্ডার্স। ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি তার পিতার আসনেই গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ফ্লোরিডার ১০তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের ম্যাক্সওয়েল ফ্রস্ট। তার বয়স মাত্র ২৫ বছর। ফলে তিনিই হতে চলেছেন জেনারেশন জেড-এর প্রথম কংগ্রেস সদস্য। এর আগে এই আসনে ছিলেন ডেমোক্রেট ভাল ডেমিং। তবে তিনি সিনেটের জন্য লড়তে এই আসন ছেড়ে দিয়েছেন। উল্লেখ্যা, ১৯৯৬ সালের পর জন্ম নেয়াদেরকে জেনারেশন জেড বলে চিহ্নিত করা হয়।
ম্যারিল্যান্ডে ডেমোক্রেট প্রার্থী ওয়েস মুর হতে যাচ্ছেন রাজ্যের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। মার্কিন ইতিহাসে এর আগে মাত্র দু’জন কৃষ্ণাঙ্গ কোনো রাজ্যের গভর্নর হতে পেরেছেন। এ রাজ্যে এর আগে রিপাবলিকান দলের ল্যারি হোগান গভর্নর ছিলেন।
এদিকে ম্যাসাচুসেটসে গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের মাওরা হিলি। তিনি নিজেকে লেসবিয়ান হিসেবে পরিচয় দেন। এরমধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসের প্রথম লেসবিয়ান গভর্নর। বর্তমানে তিনি রাজ্যটির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওকলাহোমা থেকে সিনেটে যাচ্ছেন রিপাবলিকান মার্কওয়েন মুলিন। তিনি একজন ন্যাটিভ আমেরিকান। গত একশ বছরের মধ্যে এ রাজ্য থেকে এই প্রথম কোনো ন্যাটিভ আমেরিকান সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি চেরোকি ন্যাশন নামের একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য।
পেনসিলভানিয়ার একটি ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের সামার লি। এর আগে এই রাজ্য থেকে কোনো কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেসে যেতে পারেনি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন সামার লি।