যুক্তরাষ্ট্রে উৎসবমুখর পবিত্র ঈদুল আজহা
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে। আজ ২০ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সকল মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলমানরা ঈদের জামাত আদায় করেন। করোনাভাইরাসের কারণে গেল বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও এবছর করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হওয়ায় সিডিসি’র স্বাস্থ্য নির্দেশনা মেনে ঈদ জামাত আয়োজন করা হয়।
নিউইয়র্ক থেকে রূপসী বাংলা প্রতিনিধি জানিয়েছেন, শুধুমাত্র নিউ ইয়কের্র কুইন্স ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহ্যাটন, স্টেটন আইল্যান্ডসহ এর আশপাশে তিনশ’র ও বেশি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের বৃহত্তর জামাত আয়োজিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকা হাইস্কুল মাঠে।
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মঙ্গলবার সকালে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে খোলা মাঠ, সড়ক ও মসজিদমুখী হন প্রবাসী মুসলমানরা। নামাজে মূলধারার রাজনীতিবিদরাও বিভিন্ন স্থানে জামায়াতে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী এরিক অ্যাডামস ও নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর মুসলিম কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন, নিউ ইয়র্কে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, সিটির আইন শৃংখলা রক্ষার্থে নিউ ইয়র্ক পুলিশ বিভাগসহ বিভিন্ন সেবামূলক সংস্থায় বাংলাদেশিরা তাদের উজ্জল ভূমিকা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তর ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা হাইস্কুল মাঠে। এখানে প্রায় ৩ হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এখানে বাংলাদেশি নেতৃবৃন্দের পাশাপাশি মূলধারার রাজনীতিকরাও উপস্থিত ঈদের জামাতে অংশ। বক্তব্য দেন কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটজ, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, অ্যাটর্নি সোমা সাঈদ প্রমুখ।
এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এসব জামায়াতে অন্যান্য দেশের মুসলমান কমিউনিটির সাথে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।
অ্যালবাম: ঈদুল আজহা