যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন: ১০০ দিনে টিকা পাবে ১০ কোটি মানুষ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পরবর্তী ১০০ দিনে ১০ কোটি মানুষের জন্য করোনা টিকা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।
জানুয়ারিতে শপথ গ্রহণের পরই বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে করোনা মোকাবেলায় জোরেশোরে নামবে ডেমোক্র্যাট দল। করোনা নির্মূল কমিটির তত্ত্বাবধায়নে থাকবেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
বিবিসির খবরে বলা হয়, এ মুহূর্তে ফাইজার বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ওপরেই ভরসা করছে যুক্তরাষ্ট্র। দ্রুতই এটির অনুমোদনের পরই টিকাদান কর্মসূচী ঘোষণা করবে সরকার।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন অনুমোদন দিতে একটি সম্মেলন আয়োজন করে হোয়াইট হাউজ। এতে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ভ্যাকসিন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। তার ক্ষমতাগ্রহণের পর ১০০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।
এক বিবৃতিতে বাইডেন জানান, সরকারের নতুন নীতিমালা করোনা সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও অন্তত এর বিস্তার কমিয়ে আনবে অনেকাংশে। ডেলাওয়্যার রাজ্যের এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ও রোচেল ওয়ালেনস্কিকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান হিসেবে মনোনয়ন দেন বাইডেন।
অন্যদিকে মঙ্গলবার বিশ্বের করোনা আক্রান্ত রোগীর তালিকায় শীর্ষে থেকেই নতুন আক্রান্তের রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। জনস হসপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা দেড় কোটির বেশি এবং মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ। গত এক সপ্তাহে ১৫ হাজার রোগীর মৃত্যু হয়েছে দেশটিতে। অ্যারিজোনা, আলাবামা ও ওহায়ো রাজ্যে রেকর্ডসংখ্যক রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়ায়।
বিশেষজ্ঞদের দাবি, নভেম্বরে থ্যাঙ্কস গিভিং ডে-র ছুটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা না দেওয়ায় দ্রুত করোনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে।❐