যুক্তরাষ্ট্রে নতুন নামে আসছে কনফুসিয়াস ইনস্টিটিউট
যুক্তরাষ্ট্রে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। নতুন এক মিডিয়া খবরে বলা হয়েছে, এসব ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রে পুনরায় ব্র্যান্ড করা ও আবার খোলা হচ্ছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্কলারের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে মোট ১১৮টি কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে ১০৪টি বন্ধ হয়ে গেছে। এছাড়া আরও চারটি বন্ধ হওয়ার প্রক্রিয়াধীন।
রিপোর্টে বলা হয়েছে, এর মধ্যে অন্তত ২৮টি প্রতিষ্ঠান তাদের কনফুসিয়াস ইনস্টিটিউটকে একই ধরনের প্রোগ্রাম দিয়ে প্রতিস্থাপন করেছে এবং অন্তত ৫৮টি তাদের সাবেক কনফুসিয়াস ইনস্টিটিউটের অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।
ক্যালিফোর্নিয়া রিভারসাইড ইউনিভার্সিটির চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিজের অধ্যাপক পেরি লিংক বলেন, যুক্তরাষ্ট্রে যতগুলো কনফুসিয়াস ইনস্টিটিউট বন্ধ হয়ে গেছে তা দেখে তিনি প্রথমে অবাক হয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ চীনের বাইরের শিক্ষার্থীদের চীনা ভাষা এবং সংস্কৃতি শেখার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে কনফুসিয়াস ইনস্টিটিউট।