যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ
দীর্ঘস্থায়ী তাপ প্রবাহের হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ কোটি মানুষ। ইতিমধ্যে বিপজ্জনক উচ্চ তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে। পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এ উত্তপ্ত গরম অনুভূত হতে পারে। পূর্বাভাসকারীদের বরাত দিয়ে আলজাজিরা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডাব্লিউএস) আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান বলেন, তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য-অ্যাটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর বাড়িয়ে দিতে পারে।
এনডাব্লিউএস শনিবার জানায়, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিমের বেশির ভাগ অঞ্চলের জন্য অতিরিক্ত তাপ সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে আগামী সপ্তাহের তাপমাত্রা তিন অঙ্কে পৌঁছতে পারে, যা গড় তাপমাত্রা থেকে ৮-১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে উচ্চ তাপমাত্রা আরো স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠার আশঙ্কা থাকায় অতিরিক্ত সতর্কতার মধ্যে রয়েছে বাল্টিমোর ও মেরিল্যান্ডের অন্যান্য অংশ।
বাল্টিমোর এলাকার জন্য জাতীয় আবহাওয়া পরিষেবার দেওয়া পরামর্শে রয়েছে, প্রচুর পরিমাণে পানীয় পান, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকা, সূর্যের আলোয় না যাওয়াসহ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দেখে রাখা। এ ছাড়া অল্পবয়সী শিশু ও পোষা প্রাণীকে গাড়িতে একা না রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিমে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছিলেন দমকল কর্মকর্তা ও পূর্বাভাসকারীরা।