যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল যুক্তরাষ্ট্র যুবদল
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অঙ্গ সংগঠন ‘যুক্তরাষ্ট্র যুবদল’ সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
দিনটি উপলক্ষ্যে সোমবার জ্যাকসন হাইটসে আয়োজিত আলোচনা সভা থেকে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বিনা শর্তে প্রত্যাহারের দাবি জানান নেতা-কর্মীরা।
এর আগে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পবিবেশে বেলুন, পায়রা ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
পরে ভার্চুয়াল আলোচনা সভা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জননেতা সাইফুল আলম নীরব। প্রধান বক্তা ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জননেতা সুলতান সালাহউদ্দীন টুকু।
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এমডি শরীফ হোসেন। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদল ও নিউ ইয়র্ক স্টেট যুবদলের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, মাহফুজুল মাওলা নান্নু, মোশারফ হোসেন সবুজ, মাকসুদ এইচ চৌধুরী, মাজহারুল ইসলাম জনি ও শাহাদৎ হোসেন রাজু।❐