যেভাবে করোনাভাইরাস একজন থেকে আরেক জনের শরীরে যায়
সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তদের জন্য কোনও প্রতিষেধক আবিষ্কার হয় নি।
তাই সচেতন হয়ে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণকেই করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে বলা হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো, শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি।
হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। তাছাড়া আক্রান্ত কারে সংস্পর্শে গেলে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন যে কেউ।
এর থেকে বাঁচার জন্য যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। অন্য কারও থেকে তিন ফুট বা এক মিটার দূরত্বে থাকতে হবে।
তাছাড়া বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মাস্ক পরার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।◉