যেসব দেশকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাবে না রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাবে না রাশিয়া।
পুতিনের পক্ষ থেকে এবার এই তিন দেশকে শুভেচ্ছা জানানো হবে না, শুক্রবার এ কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
পুতিন তার মিত্র ও শুভাকাঙ্ক্ষী দেশগুলোকে যথারীতি নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাবেন। যে তালিকায় আছে তুরস্ক, সিরিয়া, ভেনেজুয়েলা ও চীনের মতো দেশগুলো।
ইউক্রেন ইস্যুতে রাশিয়া বিরোধী অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিকে শুভেচ্ছা বার্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ পুতিন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘বর্তমানে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই।’ ‘অবন্ধুসুলভ ও পক্ষপাতমূলক ব্যবস্থা নেওয়ায় প্রেসিডেন্ট পুতিন তাদের শুভেচ্ছা জানাবেন না।’
সূত্র: এএফপি