যে কোনও সময় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। শুক্রবার ভোররাতে মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস্ ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরাকে নিহত হন।
হত্যাকারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর সর্বোচ্চ প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি।
শোনা যাচ্ছে পাল্টা আঘাত হানতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে ইরানি বাহিনী। হামলার টার্গেট হতে পারে ইরাকের মার্কিন দূতাবাস। এমনটা হলে যে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হবে তা নিয়ে সন্দেহ নেই কারো।
ফ্রান্সের ইউরোপীয় মন্ত্রী অ্যামিলি ডি মোনচালিন বলেছেন, ইরানি শীর্ষ কমান্ডার হত্যাকাণ্ড বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলেছে।
আরেক বিপজ্জনক পৃথিবীতে আমাদের ঘুম ভেঙেছে। বিশ্ব নেতাদের সঙ্গে শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কথা বলবেন।
যুদ্ধের আশঙ্কা করে মোনচালিন বলেন, এমন অভিযানের ভেতর উত্তেজনা আরও বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এসব কিছুর ওপর আমরা স্থিতিশীলতা ও উত্তেজনা হ্রাসই চেয়ে আসছি।