রাজধানীর উত্তরায় চিকিৎসকের বিরুদ্ধে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় গৃহকর্মী (২৫) ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জনায় ভুক্তভোগীর স্বজনেরা।
অভিযুক্ত গৃহকর্তা একজন চিকিৎসক (৬০)। উত্তরার ওই বাসার পঞ্চম তলায় একেই থাকতেন তিনি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।
তবে গৃহকর্মীর অভিযোগের আগেই ওই চিকিৎসক জিডি করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে গৃহকর্মী। তবে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায় নি।
ওসি ও ইন্সপেক্টর (তদন্ত) এর ফোনে একাধিকবার কল করলেও কেউ রিসিভ করেন নি।
রাত সাড় ১২ টায় থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে বলেন, এক নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলার এজাহার লেখা হচ্ছে। এর বেশি কিছু জানা নেই।
ভুক্তভোগী গৃহকর্মী থানায় সাংবাদিকদের জানান, শনিবার বেলা ১২টার দিকে ওই চিকিৎসকের বাসায় কাজ করতে গেলে চিকিৎসক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে সে বাসায় গিয়ে বিষয়টি জানালে স্বজনেরা থানায় অভিযোগ করতে আসে।
কিন্তু থানায় এসে তারা জনাতে পারে ওই চিকিৎসক থানায় তার এবং তার বড় বোনের নামে হুমকি দেওয়ার কথা বলে জিডি করেছে।
এদিকে, অভিযুক্ত চিকিৎসককে ফোন করলে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনও বক্তব্য না দিয়ে, কেন তাকে ফোন করা হয়েছে এমন কথা বলে লাইন কেটে দেন।❐