রূপসী বাংলার প্রতিনিধি সুব্রত চৌধুরীকে নিউ জার্সির সিনেটরের চিঠি
যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির পাবলিক স্কুলগুলোতে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনে রূপসী বাংলার আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ও রূপসী বাংলার প্রতিনিধি সুব্রত চৌধুরীর উদ্যোগ, তার ঐকান্তিক প্রচেষ্টা ও নেতৃত্বের জন্য তাকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন।
সম্প্রতি এক চিঠিতে সিনেটর ক্রিস এ ব্রাউন উল্লেখ লিখেছেন, ‘আটলান্টিক সিটি পাবলিক স্কুলগুলোতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আপনার মহৎ উদ্যোগের জন্য আপনাকে অভিনন্দিত করছি। অভিবাসীদের কল্যাণে আপনার ত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমি আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আটলান্টিক সিটির স্কুল বোর্ডের একজন সদস্য হিসাবে আপনার সুযোগ্য নেতৃত্বে আটলান্টিক সিটি স্কুল বোর্ড উপকৃত হবে।’
আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্র্রত চৌধুরীর প্রস্তাবনায় প্রথমবারের মতো নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য আটলান্টিক সিটির ৬২.৮ % অধিবাসী ৪১টি ভাষায় কথা বলে।
এর আগে আটলান্টিক সিটি পাবলিক স্কুলগুলোর সুপারইনটেনডেণ্ট ব্যারি এস কালডওয়েলও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সুব্রত চৌধুরীর ভূমিকার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।
’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের সিদ্ধান্তের সংবাদটি স্থানীয় পত্রিকা ‘প্রেস অব আটলান্টিক সিটি’ সুব্রত চৌধুরীর একটি সাক্ষাৎকার প্রকাশ করে। ♦