ল্যাটিন আমেরিকার কারাগারে করোনার সংক্রমণে জাতিসংঘের উদ্বেগ
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত কয়েক সপ্তাহে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা, পেরু ও কলম্বিয়ার বিভিন্ন কারাগারে দাঙ্গা শুরু হয়। এসব দাঙ্গায় অনেকে হতাহত হয়। এসব দাঙ্গার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ওএইচসিএইচআর মুখপাত্র রুপার্ট কোলভিলে।
জেনেভায় সংবাদ সম্মেলনে রুপার্ট কোলভিলে বলেন, লাতিন আমেরিকার বহু দেশের কারাগারে অতিরিক্ত বন্দি থাকার সত্যিকার সমস্যা রয়েছে। এই প্রবণতাকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা এই উপমহাদেশ জুড়েই মারাত্মক সমস্যা আর কোনও কোনও ক্ষেত্রে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’
জাতিসংঘের কর্মকর্তা রুপার্ট কোলভিলে জানান, কোনও কোনও ক্ষেত্রে ধারণ ক্ষমতার চেয়ে পাঁচশো শতাংশ বেশি বন্দিও রয়েঠে। করোনভাইরাস সংক্রান্ত লকডাউন অমান্য করায় পেরুর মতো বিভিন্নস্থানে আটকের সংখ্যা বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোয়ারেন্টিন লঙ্ঘনের দায়ে হাজার হাজার মানুষ আটকের ঘটনায় ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের কারাগারগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রুপার্ট কোলভিলে বলেন সেখানকার কারাগারে হাজার হাজার বন্দি আক্রান্ত হওয়া বড় উদ্বেগের বিষয়। নিউ ইয়র্ক ও শিকাগোর নাম উল্লেখ করে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে সামান্য অপরাধে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ায় কোনও কোনও স্থানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণত ২৩ লাখ বন্দি আছে বলে ধারনা করা হয়।◉