শাহ্ গ্রুপের শিশুদের জন্যে আয়োজন
ঢাকা প্রতিনিধি: গেল ২৪ এপ্রিল (বুধবার) ছিল রূপসী বাংলার সম্পাদক ও শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ্ জে. চৌধুরী ও দ্য জেনারেশন পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য হোসনেয়ারা চৌধুরীর বিয়ের ২৮ তম বার্ষিকী।
বিয়ে বার্ষিকী উপলক্ষ্যে শাহ্ জে. চৌধুরী বাংলাদেশের রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে সুবিধাবঞ্চিত, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্যে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
ঢাকা শহরের প্রখ্যাত মৌচাক মার্কেট ভবনের পাঁচতলার ইউরো গার্ডেন রেস্টুরেন্টে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে বলেন, শিশুদের জন্যে এই আয়োজনই আমার স্ত্রীর জন্যে উপহার।
তিনি বলেন, এটি একটি সারপ্রাইজ গিফট। কেননা আমি বাজার থেকে কিছু কিনে তাকে উপহার দিলে তিনি যতটা খুশি হবেন, তারচেয়ে অনেক অনেক বেশি খুশি হবেন শিশুদের জন্যে এই আয়োজনে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে শাহ্ জে. চৌধুরী ও হোসনেয়ারা চৌধুরী নিজেদের পছন্দে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ইতোমধ্যে তারা সুখী দাম্পত্য জীবনের ২৮ বছর অতিক্রম করেছেন। নিউ ইয়র্ক প্রবাসী এই দম্পতি বর্তমানে দুটি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক-জননী।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দ্য জেনারেশন পত্রিকা ও রূপসী বাংলার নির্বাহী সম্পাদক মুবিন খান এবং সহযোগীর দায়িত্ব পালন করেন দ্য জেনারেশন পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য শান্তা ইসলাম।
ছবি