শাহ্ জে. চৌধুরীর জন্মদিনে দরিদ্র স্কুল শিক্ষার্থীদেরকে ইফতারে খাদ্য বিতরণ
ঢাকা প্রতিনিধি: শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী একশ’ দরিদ্র স্কুল শিক্ষার্থীদেরকে ইফতারে খাবারের আয়োজন করেন।
২২ এপ্রিল শাহ্ জে. চৌধুরীর জন্মদিন। এ দিনটিতে তিনি বর্ধিত কোনো আয়োজন করতে পছন্দ করেন না। সেকারণে প্রতি বছরই দরিদ্র শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করতে তাদের জন্যে একটু ভালো খাবারের আয়োজন করার চেষ্টা করেন।
এ বছর মগবাজার নয়াটোলায় অবস্থিত লায়নস মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্যে খাবারের আয়োজন করা হয়।
আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধির সঙ্গে আলাপ কালে শাহ্ জে. চৌধুরী জানান, এ বছর এপ্রিলে পবিত্র মাহে রমজান হওয়ায় এবং ২২ এপ্রিল সম্ভাব্য ঈদুল ফিতরের দিন হওয়ার কারণে দুদিন আগেই এই আয়োজনটি করতে হলো।
শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলা প্রতিনিধিকে বলেন, বিপুল আড়ম্বরে জন্মদিন উযযাপনের চেয়ে বিশেষ এই দিনটির আনন্দকে তিনি ভাগ করতে চান, চান ভালোবাসা ছড়িয়ে দিতে, সে চাওয়াকেই ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে এসব দরিদ্র শিশুদের চেয়ে ভালো মাধ্যম আর হতে পারে না।
শিশুদের জন্যে এ আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বটি পালন করেন নিউ ইয়র্কের রূপসী বাংলা পত্রিকা ও অনুস্বর ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মুবিন খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন কেয়ার বাংলাদেশের কর্মী এহতেশামুল হক পিন্টু, ওয়াকিল আহমেদ, লায়নস মডেল স্কুলের প্রধান শিক্ষক রাকিব হোসেন মিন্টু, স্কুলের শিক্ষকরাসহ ইউসেপ ও কেয়ার বাংলাদেশের কর্মীরা।
উল্লেখ্য প্রতি বছরই শাহ্ জে. চৌধুরী নিজের জন্মদিনটিতে দরিদ্র শিশুদের জন্যে এ ধরনের আয়োজন করে থাকেন।
ছবি