শিশুদের ওপর টিকার ট্রায়ালে ফাইজার
শিশুদের ওপর করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ট্রায়াল চালাচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার।
ফাইজার জানায় শিশুদের ওপর কোভিড -১৯ ভ্যাকসিনের পরীক্ষা সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করেছে যা এ বয়সে ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মূলত ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর ট্রায়ালটি চালানো হচ্ছে। এর জন্য স্বেচ্ছাসেবকদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। মোট ২ হাজার ২৫৯ জন স্বেচ্ছাসেবী শিশু এ ট্রায়ালের জন্য তালিকাভুক্ত হয়েছে।
ফাইজার জানায়, গত অক্টোবর থেকে স্বেচ্ছাসেবীদের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তবে কখন এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে তা জানায় নি মার্কিন প্রতিষ্ঠানটি।
করোনা প্রতিরোধে বিশ্বে প্রথম অনুমোদন পায় ফাইজারের বানানো টিকা। যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্র, ইউরোপসহ আরও অনেক দেশে এ টিকা কার্যকর ও নিরাপদ হিসেবে ঘোষিত হয়।
ইতোমধ্যে ফাইজারের টিকা দেওয়া শুরুও হয়ে গেছে। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ১৬ বছর বয়সীদের জন্যও ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে, যা আর কোনও দেশ করে নি।❐
সিএনবিসি