শ্রীলঙ্কাকে ৪ বিলিয়ন ডলার দিতে পারে চীন
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাকে সংকট কাটিয়ে উঠতে ৪ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে চীন। এই বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পালিথা কোহনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে পালিথা কোহনা জানিয়েছেন, কলম্বো এই মুহূর্তে চীনেরই ঋণ পরিশোধ করতে চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। আগামী বছরে এই অর্থের সমপরিমাণ ঋণ পরিশোধ করার কথা রয়েছে। এছাড়া, চীন থেকে চীনা পণ্য আমদানি আবারও চালু করার জন্য আরও দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।
পালিথা কোহনা বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, কিছু কিছু ক্ষেত্রে চীন আমাদের প্রয়োজনের সঙ্গে একমত হবে। কারণ, এগুলো কোনো অকারণ বা অপ্রয়োজনীয় অনুরোধ নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য ঋণ দাতা দেশ-সংস্থার কাছেও একই ধরনের অনুরোধ জানিয়েছি। আমাদের অর্থনীতির স্থিতিশীলতার জন্যই এই সহায়তা প্রয়োজন এবং আমরা আত্মবিশ্বাসী যে, চীন দ্রুতই আমাদের সহায়তা দেবে।’