শ্রীলঙ্কার মতো অনেক দেশকে দেউলিয়া করে দিতে পারে চীন
উন্নয়নশীল দেশগুলোর জন্য দিন দিন চিন্তার কারণ হয়ে উঠছে চীন। বিশেষ করে চীনের প্রতিবেশী ও আশপাশের দেশগুলো বেইজিংয়ের টার্গেটের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
সিঙ্গাপুর পোস্টের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। চীনের ফাঁদে পড়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, উগান্ডা, ইথিওপিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন দেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নব্য সাম্রাজ্যবাদ হয়ে উঠছে শি চিনপিং সরকার। সামরিক, অথনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে উন্নয়নশীল ও দুর্বল রাষ্ট্রের ওপর কর্তৃত্ব স্থাপন করছে চীন।
এমনকি উপনিবেশ গড়ে তোলার অপচেষ্টাও করছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়, আধিপত্য বিস্তারের জন্য টোপ হিসেবে ঋণকে ব্যবহার করছে বেইজিং। এতে বাড়ছে উদ্বেগ।
সহজ শর্তে কোটি কোটি ডলার লোন দিয়ে চাপে ফেলছে তারা। এরই মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির ফাঁদে পড়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, উগান্ডা, ইথিওপিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন দেশ।
খবরদারি বা কর্তৃত্ব চালানোর জন্য চীনের এই ঋণকৌশল সংশ্লিষ্ট দেশগুলোকে দেউলিয়া করে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়।
উন্নয়নশীল বা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল দেশগুলোকে টার্গেট করার জন্য চীনকে বাজপাখির সঙ্গেও তুলনা করা হয়। সহজ শর্তে ঋণ দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর চেয়ে উচ্চ হারে সুদ নেয় বেইজিং।
সিঙ্গাপুর পোস্ট জানিয়েছে, চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণের কারণে উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত বোঝা বেড়েছে। এতে ঋণখেলাপি হয়েছে অনেক দেশ।
চীনের এই অশুভ পরিকল্পনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতিও।
বিভিন্ন দেশের সঙ্গে চীন সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, তার বৈধতা পাওয়ার জন্য এমন জাল পেতেছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়।