Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদসবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিলেন পরিকল্পনা মন্ত্রী

সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিলেন পরিকল্পনা মন্ত্রী

সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিলেন পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?
 
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দুজনের হাতে পুরষ্কার তুলে দিয়ে এ কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
 
ওই অনুষ্ঠানে কচুরিপানাকে খাওয়ার উপযোগী করতে গবেষণার পরামর্শ দেন এম এ মান্নান।
 
কৃষি গবেষণায় অবদান রাখার জন্য ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী।
 
বিকেলে এক সভায় পরিসংখ‌্যান নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্বীকার করে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের জনশুমারি হবে নিখুঁত।
 
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্প ঢাকা বিভাগে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
 
এম এ মান্নান বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নিখুঁত পরিকল্পনার কোনও বিকল্প নেই। আমার বিশ্বাস, এবার চমৎকার একটা শুমারি হবে। চমৎকার একটা ফলও পাব। গুণগত মান ঠিক করেই জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরিসংখ্যান বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাব। আমাদের পরিসংখ্যান নিয়ে এর আগে নানা প্রশ্ন উঠেছে। তবে এবার জনশুমারি ও গৃহগণনা নিয়ে কোনও প্রশ্ন থাকবে না।
 
সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও লিঙ্ক

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment