সাংবাদিকরা একটি সামান্য বিষয়কে টানা-হ্যাঁচড়া করছে: রেলমন্ত্রীর সেই ভাগনে
রেলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা রেলমন্ত্রীর স্ত্রীর সেই ভাগনে ইমরুল কায়েস প্রান্ত এবার সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের দোষারোপ করলেন।
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা এবং এ কারণে জরিমানা করায় টিটিইকে বরখাস্ত করার ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ করাকে তিনি ‘সামান্য বিষয় নিয়ে টানা-হ্যাঁচড়া’ বলে উল্লেখ করেছেন।
আজ রোববার সন্ধ্যায় রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেছেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো সাক্ষাৎকার দেননি ইমরুল কায়েস প্রান্ত। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা না বলে সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, ‘সাংবাদিকরাই এখন সরকারবিরোধী।’
‘গত কয়েকদিন ধরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নবাণে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত’ জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা একটি সামান্য বিষয় নিয়ে টানা-হ্যাঁচড়া করছে।’
এর আগে গত বৃহস্পতিবার পাকশী বিভাগের ঈশ্বরদী সদর দপ্তরে কর্মরত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনেন প্রান্ত। পরে শফিকুলকে বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় রেলওয়ে পাকশি বিভাগ গঠিত তদন্ত কমিটির সামনে রোববার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ভাগনে প্রান্ত হাজির হন।
সেখানে সাংবাদিকদের নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির সাংবাদিক সৈকত আফরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পেশাগত কারণে আমিসহ অনেক সংবাদকর্মী তার সঙ্গে কথা বলতে গেলে এ ধরনের মন্তব্য করেন তিনি। সংবাদকর্মীদের দোষারোপ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’