সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী ও ছেলে করোনাভাইরাসে আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী ও ছেলের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
খোকনের স্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, নমুনা পরীক্ষায় তাদের দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও এখন হাসপাতালে যেতে হচ্ছে।
তিনি জানান, খোকনের মৃত্যুর দিনই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং গতরাতে হাসপাতাল থেকে রিপোর্টে পজিটিভ আসার বিষয়টি জানানো হয়।
গত মঙ্গলবার ত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
উল্লেখ, গত ২৮ এপ্রিল সকালে বাসায় বসে কাজ করার সময় হুমায়ুন কবিরের শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয় । এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।
হুমায়ুন কবির খোকন ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রাজাচাপিতলা গ্রামে। সেখানেই বাবার কবরের পাশে তারা দাফন সম্পন্ন হয়েছে।◉