সাংহাই কোভিড অ্যাপ ডাটাবেজ থেকে প্রায় ৫ কোটি মানুষের তথ্য চুরি করলো হ্যাকার
আবারও চীনের সাংহাইতে সরকারি তথ্য চুরির ঘটনা ঘটলো। টার্গেট করা হলো কোভিড রোগিদের তথ্যকে। এক হ্যাকার দাবি করেছেন, তিনি অন্তত ৪ কোটি ৮৫ লাখ কোভিড বিষয়ক অ্যাপ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছেন। এই অ্যাপটি পরিচালনা করে সাংহাই শহর কর্তৃপক্ষ। এ নিয়ে মাত্র এক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো শহরটির নথি চুরি হলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই হ্যাকার এখন চুরি করা নথি বিক্রি করতে চান। এক্সজেপি নাম দিয়ে তিনি একটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন হ্যাকারদের ফোরাম ‘ব্রিচ ফোরামে’। এ জন্য তিনি দাম চেয়েছেন মাত্র ৪ হাজার ডলার। প্রমাণ সরূপ হ্যাকার ওই নথিতে থাকা ৪৭ জনের ফোন নাম্বার, নাম এবং চীনা নাগরিকত্ব কার্ড উল্লেখ করে দিয়েছেন। যদিও এরমধ্যে অনেকেই দাবি করেছেন, হ্যাকারের দেয়া আইডি নাম্বারের সঙ্গে তাদের আইডি নম্বর মিলছে না।
বুধবার করা ওই বিক্রির বিজ্ঞাপনে হ্যাকার দাবি করেছেন, তার কাছে থাকা ডাটাবেজে সাংহাইতে থাকা এবং সম্প্রতি সেখানে সফর করা সকল ব্যক্তিদের তথ্য রয়েছে। এ জন্য প্রথমে সে ৪ হাজার ৮৫০ ডলার দাবি করলেও, একদিনের মাথায় এর দাম কমিয়ে ৪ হাজার ডলার করেন তিনি।
যেই অ্যাপটি থেকে তথ্য চুরি করা হয়েছে, তা চীনের অনেক শহরই কোভিড নিয়ন্ত্রণের জন্য ২০২০ সালে চালু করেছিল। এ ধরণের অ্যাপ বাসিন্দাদের সকলের জন্য ব্যবহার করা বাধ্যতামূলক। এই হ্যাকিং নিয়ে সাংহাই সরকার, পুলিশ কিংবা অ্যাপ তৈরি করা আলিবাবার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।