Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 29, 2024
Homeআন্তর্জাতিকসাত সিনেমা-তথ্যচিত্রে রানি দ্বিতীয় এলিজাবেথ

সাত সিনেমা-তথ্যচিত্রে রানি দ্বিতীয় এলিজাবেথ

সাত সিনেমা-তথ্যচিত্রে রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৯৬ বছর বয়সে প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর সিংহাসনে বসেছিলেন তিনি। তার ঘটনাবহুল জীবনের নানা অধ্যায় গল্পের আকারে বারবার উঠে এসেছে রূপালি পর্দায়।

‘দ্য কুইন’

এই সিনেমায় রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী হেলেন মিরেনকে। রানির চরিত্রে অভিনয় করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড পান অভিনেত্রী। ‘দ্য অডিয়েন্স’ সিনেমাতেও তিনি রানির চরিত্রে অভিনয় করেন। রানি প্রথম এলিজাবেথের চরিত্রেও অভিনয় করেছিলেন হেলেন। ২০০৫ সালে টিভি সিরিজ ‘ফার্স্ট এলিজাবেথ’-এ দেখা গিয়েছিল তাকে। হেলেনই একমাত্র অভিনেত্রী, যিনি দুই এলিজাবেথের চরিত্রেই অভিনয় করেছেন।

‘দ্য ম্যাজেস্টিক লাইফ অফ কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড’

রানির শৈশব থেকে তার রাজত্বকাল— এই তথ্যচিত্রে তার জীবনের সব অধ্যায়েরই হদিস মিলবে। তার সঙ্গেই আছে বিশেষজ্ঞদের সাক্ষাৎকার। রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের এই বৈশিষ্ট্য দৈর্ঘ্যের এইচডি ডকুমেন্টারিটি বিরল আর্কাইভ ফুটেজ এবং রবার্ট লেসি, নিকোলাস ওয়েন, টিম হেল্ড, ইনগ্রিড সেওয়ার্ড, গাইলস ব্র্যান্ডরেথের বিশেষজ্ঞ মন্তব্যে পরিপূর্ণ।

‘দ্য কিংস স্পিচ’

 

রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে আবর্তিত হয়েছে অস্কারজয়ী এই সিনেমার গল্প। ১৯৩৯ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজা ষষ্ঠ জর্জের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রেডিও ভাষণের মাধ্যমে তিনি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্যপারটা সহজ মনে হলেও সহজ ছিল না। কারণ রাজা স্পষ্টভাবে কথা বলতে পারতেন না, তোতলামির কারণে তাকে বেশ বেগ পেতে হতো কথা বলতে। তাই রাজার স্পিচ থেরাপিস্ট হিসেবে নিয়োগ করা হয় লিওনেল লগকে। তিনি কাজ শুরু করেন, ধীরে ধীরে প্রতিকূলতা কাটিয়ে উঠতে থাকেন রাজা এবং রেডিওতে বলিষ্ঠ এবং সুস্পষ্টভাবে বিশ্বযুদ্ধের ঘোষণা দেন। দ্বিতীয় এলিজাবেথের শৈশব কেমন ছিল, এই সিনেমা দেখে তা জানতে পারবেন। রানির চরিত্রে অভিনয় করেছেন ফ্রেয়া উইলসন। এছাড়াও ২০১২ সালে ‘প্লেহাউস প্রেজেন্টস’ সিরিজে রানির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী এমা থম্পসনকে। ২০১৯ সালে মুক্তি পায় অ্যানিমেটেড সিনেমা ‘রয়্যাল কোরগি’। এই সিনেমাতে রানির চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন অভিনেত্রী জুলিয়া ওয়াল্টার্স। রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে একাধিক সিনেমাতে দেখা গিয়েছে অভিনেত্রী জিনেট চার্লসকে। ‘এলিজাবেথ- অ্য পোট্রেট ইন পার্টস’, ‘রয়াল ফ্যামিলি’- এর মতো ডকুমেন্টারিতে বিস্তারিত জানা যায় রানিকে নিয়ে।

‘প্রিন্স ফিলিপ: অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ’

প্রিন্স ফিলিপের জীবনী নিয়ে তৈরি এই সিনেমাতে রানি সম্পর্কেও নানা তথ্য মিলেছে। প্রিন্স ফিলিপ ছিলেন গ্রিসের এক রাজপরিবারের সন্তান। সুদর্শন প্রিন্স ফিলিপ প্রিন্সেস এলিজাবেথের মনে গভীর ছাপ রাখতে সক্ষম হন। এরপর দুজনের মধ্যে প্রেম এবং চিঠি চালাচালি শুরু হয়। ১৯৪৩ সালে প্রিন্স ফিলিপ আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাদের বিয়েতে রাজপরিবারের কেউ কেউ আপত্তি তুলেছিলেন। প্রিন্স ফিলিপ ও রানির জীবনের এমন অনেক কিছুই উঠে এসেছে এই সিনেমায়।

‘এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়্য়ালটি’

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বোন মার্গারেটের সম্পর্ক কেমন ছিল জানতে চান? তবে দেখে নিতে পারেন এই তথ্যচিত্র।

‘দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর’

রাজপরিবারের ১০০ বছরের ইতিহাস ছয়টি এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে।

‘দ্য ক্রাউন’

নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছেন ক্লেয়ার ফয়। এই চরিত্রে অভিনয়ের জন্য এমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। এই টিভি সিরিজেই ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত রানির চরিত্রে দেখা গিয়েছিল অলিভিয়া কোলম্যানকে। রানির চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিলেন অলিভিয়া। অলিভিয়ার হাতে ওঠে এমি পুরস্কারও। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন সুকৌশলে তুলে ধরা হয়েছে এই সিরিজে। বলা হয়, এটি এই সময়ের সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর একটি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment