সালমান খানের ‘অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ’
২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ’। ভারতের প্রায় ৩ হাজার ২০০টি সিনেমা হলে সিনেমাটি চলছে। সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষাতেও মুক্তি পেয়েছে।
শনিবারের বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, ৬ কোটি রুপি ব্যবসা করেছে সালমান খানের নতুন সিনেমাটি। অন্তিম প্রথম দিনে সাড়ে ৪ কোটি রুপি ব্যবসা করেছে। প্রথম দুইদিনে ২ দিনে ১০ কোটি রুপির ওপরে ব্যবসা করেছে অন্তিম।
বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, সালমান খান অভিনীত সিনেমা হিসেবে অন্তিমের বক্সঅফিস রিপোর্ট তেমন উল্লেখযোগ্য নয়। কারণ নতুন রেকর্ড তৈরি করে নিজের বক্সঅফিসের রেকর্ড ভাঙারই রেকর্ড আছে সালমানের।
তবে বক্সঅফিস রিপোর্টে যাই আসুক অন্তিম সালমান ভক্তদের প্রত্যাশা কিছুটা পূরণ করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। শিখ পুলিশ অফিসার ‘রাজবীর সিং’ চরিত্রটি পছন্দ করছে দর্শক। সিনেমায় গ্যাংস্টার রাহুলিয়া চরিত্রে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও দর্শকের মন কেড়েছে। কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তের অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে।
আগামী কয়েকদিনে মহেশ মাঞ্জরেকরের পরিচালিত অ্যাকশন সিনেমাটির বক্সঅফিস রিপোর্ট কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।