সালের সরকারি ছুটির তালিকা ২০২০
২০২০ সালের সরকারি – অনেক সমইয়েই দেখা যায় দু দিন ছুটির মাঝের দিনটি কর্মদিবস হয়ে গেছে। সে সময়ে যদি মাঝের ওদিনটি ছুটি নিয়ে ফেলা যায়, তাহলে ছুটিটি দীর্ঘায়িত কেবল নয়, অনেক বিড়ম্বনা থেকেও রেহাই পাওয়া যায়। ফলে ছুটির তালিকাটি যদি হাতের কাছে থাকে, তখন বিড়ম্বনার সমাধান নিয়ে ভাবনাটা সহজ হয়। সে লক্ষ্য নিয়েই আমরা এ বছরের সরকারি ছুটির তালিকাটি নিয়ে এসেছি। আসুন দেখে নেওয়া যাক ২০২০ সালে মোট কোন্ কোন্ উপলক্ষ্যে মোট কদিন ছুটি পাওয়া যাবে। একই সঙ্গে বছরের কর্ম পরিকল্পনা গুছিয়ে নিতে পারেন।
২০২০ সালে মোট সরকারি ছুটি রয়েছে ২২ দিন।
এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং সরকারি নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।
মুসলিমদের জন্যে রয়েছে ঐচ্ছিক ছুটি ৫ দিন, হিন্দু ধর্মালম্বীদের জন্য রয়েছে ঐচ্ছিক ছুটি ৮ দিন, খ্রিস্টানদের জন্য রয়েছে ৮ দিন এবং বৌদ্ধদের জন্য রয়েছে ঐচ্ছিক ছুটি ৫ দিন।
অপরদিকে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জন্যে বৈসাবীসহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ছুটি রয়েছে ২ দিন।
২০২০ সালের মোট ২২ দিন সরকারি ছুটির দিনের মধ্যে ৮ দিনই সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার।
ঐচ্ছিক ছুটি – মুসলিম (৫ দিন) :
২৩ মার্চ – শবে মেরাজ
২৭ মে – ঈদুল ফিতর (ঈদের পরের ২য় দিন)
৩ আগস্ট – ঈদুল আযহা (ঈদের পরের ২য় দিন)
১৪ অক্টোবর – আখেরি চাহার সোম্বা
২৭ নভেম্বর – ফাতেহা-ই-ইয়াজদাহম
ঐচ্ছিক ছুটি – হিন্দু (৮ দিন) :
২৯ জানুয়ারি – শ্রী শ্রী সরস্বতী পূজা
২১ ফেব্রুয়ারি – শ্রী শ্রী শিবরাত্রি ব্রত
৯ মার্চ – শুভ দোলযাত্রা
২২ মার্চ – শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
১৭ সেপ্টেম্বর – শুভ মহালয়া
২৫ অক্টোবর – শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী)
৩০ অক্টোবর – শ্রী শ্রী লক্ষ্মী পূজা
১৪ নভেম্বর – শ্রী শ্রী শ্যামা পূজা
ঐচ্ছিক ছুটি – খ্রিস্টান (৮ দিন) :
১ জানুয়ারি – ইংরেজি নববর্ষ
২৬ ফেব্রুয়ারি – ভস্ম বুধবার
৯ এপ্রিল – পুণ্য বৃহস্পতিবার
১০ এপ্রিল – পুণ্য শুক্রবার
১১ এপ্রিল – পুণ্য শনিবার
১২ এপ্রিল – ইস্টার সানডে
২৪ ও ২৬ ডিসেম্বর – যিশু খ্রিস্টের জন্মোৎসব
ঐচ্ছিক ছুটি – বৌদ্ধ (৫ দিন) :
৮ ফেব্রুয়ারি – মাঘী পূর্ণিমা
১৩ এপ্রিল – চৈত্র সংক্রান্তি
৪ জুলাই – আষাঢ়ী পূর্ণিমা
২ সেপ্টেম্বর – মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)
১ অক্টোবর – প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)
ঐচ্ছিক ছুটি – ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ( ২ দিন) :
১২ এবং ১৫ এপ্রিল – বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসবসহ মোট ছুটি ২ দিন।
*** উল্লেখ্য ধর্মীয় যে সব ছুটি রয়েছে সেগুলো চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট। তাই সেইসব ছুটির তারিখ ও দিন চাঁদ দেখার সঙ্গে পরিবর্তীত হতে পারে।