Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 26, 2024
হেডলাইন
Homeবিনোদনসায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সংসদ সদস্য

সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সংসদ সদস্য

সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সংসদ সদস্য

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খাঁ। বুধবার (২৭ জানুয়ারি) পূর্ব বর্ধমানে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।

চলচ্চিত্র শিল্পীদের একাংশকে যৌনকর্মী উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, ‘সায়নী ঘোষরা ধর্মতলায় বসে নাটক করছে। কিছু অভিনেতা তৃণমূলের চাকরে পরিণত হয়েছে। যারা যৌনপেশার সঙ্গে যুক্ত তারা শিবলিঙ্গে কনডম পরানোর কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘আমি সায়নী ঘোষকে বলতে চাই ধর্মতলায় বসে নাটক করছ। আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসল যৌনকর্মী। সেজন্যই তারা এ ধরনের কথা বলছে। যারা এ ধরনের কথা বলছে তারা যৌন পেশায় যুক্ত।’

সম্প্রতি সায়নী ঘোষ টুইটারে একটা কার্টুন পোস্ট করেন। ওই কার্টুনটি পোস্ট করা হয়েছিল ২০১৫ সালের শিবরাত্রীর সময়ে। ছবিতে দেখানো হয়েছে যে শিবরাত্রী পালন করতে শিবলিঙ্গে কন্ডোম পরাচ্ছেন বুলা দি। ১৯৯৮ সালে ওই কার্টুন চরিত্রের সৃষ্টি হয়েছিল এইডসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য। সেই ছবি ব্যবহার করা হয়েছিল শিবরাত্রীর উৎসবকে কটাক্ষ করতে। সেই ছবিই টুইট করেছিলেন সায়নী।

এদিকে, সৌমিত্রের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তারা বলছে, এমন মন্তব্যের মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রশিল্পীদের নয় সমগ্র নারী জাতিকেই অপমান করেছেন।❐

নিউজ১৮ / খাসখবর

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment