সিএএ কখনও বলে নি ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দাও: তসলিমা নাসরিন
এ প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, ‘দেখুন, মানবতার দিক থেকে যদি বলি তা হলে বলব, না। আমেরিকায়, ইউরোপে যে ভারতীয়রা পড়তে গিয়েছে, কাজের জন্য গিয়েছে, হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে ওখানকার সরকার তাদের রেখে দিচ্ছে। ওরা ইললিগাল ইমিগ্র্যান্ট। লক্ষ লক্ষ ভারতীয় এভাবে স্থায়ী বসবাস করছেন। ভারতেও আশপাশের অনুন্নত দেশ থেকে মানুষ আসবে এটাই স্বাভাবিক। বেটার লাইফ তো সবাই চায়। তবে এই আইন নিয়ে যেভাবে ছড়ানো হয়েছে যে মুসলিমদের তাড়িয়ে দেবে, বিষয়টা এ রকম নয়। আতঙ্ক ছড়ানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসছে। তার মানে তো এই নয়, সব হিন্দুই আক্রমণের শিকার! কোথাও মন্দির পোড়ানো হয়েছে। তার মানেই ধরে নেওয়া হচ্ছে সব মন্দির ভাঙবে। তাই যদি হত তো সবাই ভাবত আমাদেরও মারবে! পুরো গ্রামই তো চলে আসত তাহলে! আমি তো নিজের দেশেই যেতে পারি না। ঘুরে বেড়াচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবুও আমি আশাবাদী। ভারতের সংবিধান খুব পোক্ত। এখানে হিন্দু-মুসলিম নারী-পুরুষের সমান অধিকার আছে। অনেক সেকুলার মানুষও আছেন ভারতে। ছাত্র আন্দোলন দেখে খুব উৎসাহ পাচ্ছি।’ ♦