সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ফেডারেল আদালতে ৪৭ কোটি ৫০ লাখ টাকার মানহানি মামলা করেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
কী বলা হয়েছে অভিযোগে
সিএনএন ট্রাম্প সম্পর্কে ইতিবাচক তথ্য উপেক্ষা করে নেতিবাচক তথ্য তুলে ধরেছে। সংবাদের একটি ‘বিশ্বস্ত’ উৎস হিসেবে সিএনএন দর্শক ও পাঠকের কাছে ট্রাম্প সম্পর্কে নেতিবাচক প্রভাব ফলতে সক্ষম হচ্ছে।
সিএনএন ট্রাম্পকে নিয়ে মিথ্যা, বানোয়াট প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছে বলে রেকর্ড আছে। এমনকি কিছু বিষয় তারা এমনভাবে প্রকাশ করেছে, যার সঙ্গে ট্রাম্প যুক্ত নন। সিএনএন ট্রম্পকে বর্ণবাদী, রাশিয়ার দালাল, বিদ্রোহী এমনকি হিটলারের সঙ্গেও তুলনা করেছে। মূলত সিএনএন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে ব্যবহার করে অরাজনৈতিকভাবে ট্রাম্পকে পরাজিত করার চেষ্টা করেছে।
সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৯ পৃষ্ঠার মামলায় অভিযোগপত্রে ট্রাম্পের দাবি, সিএনএন বরাবরই তার তীব্র সমালোচনা করে আসছে। তবে সম্প্রতি তারা ট্রাম্পের প্রতি আক্রমণের মাত্রা বাড়িয়েছে।
সিএনএনের ধারণা, ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে লড়বেন। ট্রাম্প রিপাবলিকান আর সিএনএন রাজনৈতিকভাবে বাম দল ঘেঁষা, তাই সিএনএনকে ব্যবহার করে ট্রাম্পকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তবে মামলার বিষয়ে সিএনএনের পক্ষ থেকে কোনো বক্তব্য জানানো হয়নি।