সিনেটে দ্রুত বিচার দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দ্রুত বিচার দাবি করেছেন । ওই বিচার কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে যখন অচলাবস্থা চলছে, তখনই এই দাবি করলেন তিনি।
ডেমোক্র্যাটদের দাবি, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নিতে অস্বীকার করছে। ফলে ন্যায়বিচার পাওয়া যাবে না যুক্তি দিয়ে সিনেটে বিচারের প্রক্রিয়া শুরু করতে এখনও রাজি হয় নি ডেমোক্র্যাটরা।
বিচার প্রক্রিয়া শুরু করতে প্রতিনিধি পরিষদের আনা অভিশংসনের অভিযোগ সিনেটের কাছে হস্তান্তর করতে হবে। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, যতক্ষণ না সিনেটের বিচারের নিয়ম ডেমোক্র্যাটদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, ততক্ষণ ওই অভিযোগ হস্তান্তর করা হবে না।
সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বিচারের শর্ত নির্ধারণ করবেন। ডেমোক্র্যাটরা চাইছে কোন্ প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের বিবেচনায় নেওয়া হবে তা তারাই সরবরাহ করবে। তবে ডেমোক্র্যাটদের এই প্রস্তাব মানতে রাজি নন তিনি। আর তাই নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। একশো আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি। আর অভিশংসন বিচারে ট্রাম্পকে দোষী প্রমাণ করতে দরকার পড়বে দুই-তৃতীয়াংশ ভোট।
শুক্রবার ধারাবাহিক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা বিচারে যেতে চায় না। কারণ তাদের মামলাটি খুবই দুর্বল।
অপর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা আমাকে প্রতিনিধি পরিষদে কোনও আইনজীবী, প্রত্যক্ষদর্শী কিছুই দেয় নি। এখন তারা বলতে চায় সিনেট কীভাবে বিচার করবে। আসলে তাদের কাছে কোনও প্রমাণ নেই। কোনও কিছুই তারা দেখাতে পারবে না। তারা বাঁচতে চায়। আর আমি দ্রুত বিচার চাই।
১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম।