সিরিয়ার দিকে যাওয়া সময় রাশিয়ার যুদ্ধবিমানকে তুর্কির ধাওয়া
সিরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিল রাশিয়ার বিমান। মাঝ আকাশে সেই বিমানকে থামিয়ে দিল তুরস্ক। চারটি বিমানের মধ্যে মিলিটারি এয়ারক্রাফট ছাড়াও ছিল দুটি বম্বার।
রুশ সংবাদমাধ্যম নেজাভিসিমায়া গেজেটা জানিয়েছে, নিজেদের আকাশসীমায় চার রুশ যুদ্ধবিমানকে বাধা দেয় তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি আকাশ সীমায় এই ঘটনা ঘটেছে।
শনিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত খবর অনুযায়ী, রুশ যুদ্ধবিমানগুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে যাচ্ছিল। চারটি বিমানের মধ্যে দুটি বিশেষ বোমারু বিমান ছিল। কিন্তু বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলেই তাদের বাধা দিতে এগিয়ে আসে তুর্কি বিমান বাহিনী।
সিরিয়ার ইদলিব নিয়ে সম্প্রতি মস্কোতে রুশ-তুর্কি বৈঠকে কোনও ধরনের সমাধান মেলে নি। এরপর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এতে দুই দেশের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনার জেরে আমেরিকার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধার চেয়েছে তুরস্ক।
সিরিয়া ইস্যুতে ক্রমেই রাশিয়ার সাথে এরদোগান সরকারের দূরত্ব বাড়ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত মিত্রতার দিকে ঝুঁকছে তুরস্ক। ♦